গাইবান্ধার সুন্দরগঞ্জে জাল থেকে ছাড়ানো জ্যান্ত কই মাছ গলায় আটকে একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উজান বোচাগড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম হাফিজার রহমান (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চণ্ডীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাখাউল ইসলাম। তিনি স্বজনদের বরাত দিয়ে জানান, হাফিজার বাড়ির পাশের নিচু জমিতে কারেন্ট জাল পেতেছিলেন। সন্ধ্যার দিকে জাল তুলতে গিয়ে দেখেন, কই মাছ লেগেছে। মাছটি তিনি হাত দিয়ে খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে মুখ দিয়ে সুতা কাটার চেষ্টা করেন।
এ সময় মাছটি ছুটে অসাবধানতাবশত হাফিজারের মুখের ভেতর চলে যায়। পরে এটি গলায় আটকে গেলে স্বজনেরা তাঁকে স্থানীয় পাঁচপীর বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।