খাগড়াছড়ির মাটিরাঙ্গার ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় চার যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠন। তাঁরা সবাই দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। গত বৃহস্পতিবার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অব্যাহতি প্রাপ্তরা হলেন মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. হুমায়ূন কবীর, উপজেলা যুবলীগের সদস্য ও বড়নাল ইউপিতে চশমা প্রতীকে প্রার্থী মো. ইলিয়াছ, গোমতি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আনারস প্রতীকে প্রার্থী মো. ফারুক হোসেন লিটন এবং বেলছড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুন মিয়া।