মিঠাপুকুরে এক শিশু শিক্ষার্থীর আঁকা ছবি দিয়ে মহান বিজয় দিবসের দাওয়াতপত্র ছাপা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। শিশু রুমানা মিঠাপুকুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা এম এ ওয়াহেদ আজকের পত্রিকাকে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীদের আঁকা ছবিগুলোর মধ্যে রুমানার আঁকা মুক্তিযুদ্ধের ছবিটি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। তার আঁকা ছবি দিয়েই উপজেলা প্রশাসন বিজয় দিবসের দাওয়াতপত্র ছেপেছে।
এদিকে, এবারই প্রথম শিশু শিক্ষার্থীর আঁকা ছবি দিয়ে জাতীয় দিবসের দাওয়াতপত্র তৈরি করায় স্থানীয় অভিভাবক মহল ইউএনও ফাতেমাতুজ জোহরাকে অভিনন্দন জানিয়েছেন।