Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মুখোমুখি মাহি ও পূজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মুখোমুখি মাহি ও পূজা

অনেকটা কৃত্রিম অভিমানের ঢঙে মাহিয়া মাহি বললেন, ‘আমার ভীষণ রাগ ডিরেক্টরের ওপর। যখন শুটিং করেছি তখন রাগ ছিল না, এখন রাগ। সুন্দর সুন্দর সংলাপ সব আদরকে দিয়ে দিয়েছেন তিনি। আমার জন্য ভালো সংলাপ নেই।’ চিত্রনায়ক আদর আজাদ যেখানেই যাচ্ছেন এখন, ‘যাও পাখি বলো তারে’ সিনেমার সংলাপ বলছেন। তা শুনে মুগ্ধ সবাই। এসব দেখেই ঈর্ষায় কাতর মাহি। বলছেন, ‘এ সিনেমায় অনেক সুন্দর সুন্দর সংলাপ আছে। আদর আজাদের একটা সংলাপ যেমন: “বারো বছর তোমার চোখের পানি দেখে কাটাইতে চাই না, একটুখানি হাসো।” এ লাইন যখন কেউ বলে সামনে দাঁড়িয়ে, চোখের পানি আটকে রাখা যায়?’

 আসলেই কান্না আটকে রাখতে পারেননি মাহি। কয়েক দিন আগে ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি অভিনয়শিল্পী ও কলাকুশলী সবাই মিলে এফডিসিতে একসঙ্গে দেখেছেন। মনটা ভরে গেছে তাঁর। দেখা শেষে বেরিয়ে চোখ মুছতে মুছতে নির্মাতাকে বলেছেন, ‘এই সিনেমার জন্য যা করা লাগে, যেখানে যেখানে যাওয়া লাগে, যতটুকু প্রচারণা করা লাগে; আমি করব।’ মাহি মা হতে চলেছেন। তাই নানা রুটিনের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘যদিও শারীরিক কারণে সবকিছুতে অ্যাটেন্ড করতে পারছি না। তবুও যতটুকু সম্ভব আমার পক্ষে, তার চেয়ে বেশি এ সিনেমার জন্য আমি করব।’

নির্মাতা মানিক এ সিনেমাকে বলছেন, ‘বিশুদ্ধ প্রেমের সিনেমা’। মাহি আছেন লাভলী চরিত্রে আর মজনু হয়েছেন আদর আজাদ। গল্প লিখেছেন আসাদ জামান। আগামীকাল দেশের ৩০টি হলে মুক্তি পাবে ‘যাও পাখি বলো তারে’।

 অন্যদিকে ‘হৃদিতা’ নিয়ে মাহির প্রতিদ্বন্দ্বী পূজা চেরি। সিনেমাটি তৈরি হয়েছে আনিসুল হকের একই শিরোনামের উপন্যাস অবলম্বনে। এটিও প্রেমের গল্পের সিনেমা। সরকারি অনুদান পাওয়া ‘হৃদিতা’ বানিয়েছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। এতে এ বি এম সুমনের নায়িকা হয়েছেন পূজা। ‘হৃদিতা’ নিয়ে পূজা বলেন, ‘এই প্রথম সাহিত্যনির্ভর সিনেমায় কাজ করেছি। তাও আবার জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে। চেষ্টা করেছি নিজের শতভাগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে। এ সিনেমা দর্শকদের নিরাশ করবে না।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ