বিনোদন ডেস্ক
বাংলাদেশের ব্যান্ডসংগীতে দুটি গুরুত্বপূর্ণ নাম নগরবাউল ও অর্থহীন। দীর্ঘদিন পর এ দুই ব্যান্ড গান গাইতে উঠেছে একই মঞ্চে। শুক্রবার রাজধানীতে ছিল হেডব্যঙ্গার্স প্যারাডাইজ কনসার্ট। সিক্স বেইজ কমিউনিকেশনস আয়োজিত এ কনসার্টের প্রধান আকর্ষণ ছিল নগরবাউল ও অর্থহীন।
তাদের গান শুনতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে জড়ো হয়েছিলেন হাজারো সংগীতপ্রেমী। তাঁরা প্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন, ভেসেছেন আবেগে-উচ্ছ্বাসে। কনসার্টের একফাঁকে সাজঘরে আড্ডায় মেতেছিলেন নগরবাউল ব্যান্ডের জেমস ও অর্থহীন ব্যান্ডের সুমন। একসঙ্গে ফ্রেমবন্দীও হলেন তাঁরা।