Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কারচুপির অভিযোগে ফের ভোট গণনার দাবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

কারচুপির অভিযোগে ফের ভোট গণনার দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তেলিজানা সিনিয়র কামিল মাদ্রাসায় ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। আবারও ভোট গণনার দাবিতে টিউবওয়েল প্রতীকের সদস্য প্রার্থী মো. কামরুজ্জামান উপজেলা রিটার্নিং অফিসার বরাবর ২১ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডের পুরুষ কেন্দ্রে তালা প্রতীকের মেম্বার প্রার্থী ওসমান গনিকে ৬০২ ভোটে জয়ী ঘোষণা করা হয় এবং টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামানকে ৫৫২ ভোটে নিকট প্রতিদ্বন্দ্বী দেখানো হয়। কেন্দ্রে প্রতি ভোটারকে পুরুষ সদস্যদের একটি ব্যালট ও সংরক্ষিত নারী সদস্যদের একটি ব্যালট মোট ২টি করে ব্যালট পেপার দেওয়া হলেও প্রিসাইডিং অফিসার পুরুষ প্রার্থীর ভোটের সংখ্যার চেয়ে সংরক্ষিত নারী প্রার্থীর ভোটের সংখ্যায় ভোট গণনায় ১৮৪টি বেশি দেখিয়েছেন। পুরুষ সদস্য ব্যালট সংখ্যা ২ হাজার ৫৭২টি এবং সংরক্ষিত নারী সদস্য ব্যালট সংখ্যা ২ হাজার ৩৮৮টি দেখানো হয়েছে। সেই ক্ষেত্রে পুরুষ সদস্য প্রার্থীর ভোটের সংখ্যা সংরক্ষিত নারী প্রার্থীর ভোটের সংখ্যা ১৮৪টি ভোটের ব্যবধান দেখা যায়।

অভিযোগের বিষয়ে মেম্বার প্রার্থী কামরুজ্জামান বলেন, ‘রিটার্নিং অফিসার ভোট পুনরায় গণনার জন্য আদালতে রিট করতে পরামর্শ দিয়েছেন। আমি হাইকোর্টে রিট করার প্রস্তুতি গ্রহণ করেছি।’

এ ব্যাপারে উপজেলার নির্বাচন কমিশনার কামরুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুনরায় ভোট গণনার ক্ষেত্রে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগকারী আবেদন দিতে পারেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ