Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জীবনের ঝুঁকি নিয়েছেন তিশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জীবনের ঝুঁকি নিয়েছেন তিশা

লঞ্চে শুরু, লঞ্চেই শেষ। এর মধ্যে রয়েছে শ্বাসরুদ্ধকর ঘটনা ও রহস্য। এমনই থ্রিলার গল্পে নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। বানিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। গল্প লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমদ্দার।

এই সিনেমায় নিজের চেনারূপকে পেছনে ফেলে অনেকটা ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তবে কী সেই চরিত্র উত্তর মিলবে ভালোবাসা দিবসে আই থিয়েটার অ্যাপে সিনেমাটি মুক্তি পেলে। সিনেমার গল্পের প্রয়োজনে তিশা লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন জীবন বাজি রেখে। তিশা বলেন, ‘একটানা শুটিং করেছি লঞ্চে। আমি ভালো সাঁতার জানি না। কিন্তু গল্পের প্রয়োজনে একটি দৃশ্যে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। ভেবেছিলাম, উতরে যাব। কিন্তু স্রোতের টানে একপর্যায়ে লঞ্চের নিচে চলে যাচ্ছিলাম! সত্যি বলতে, খুব ভয় পেয়েছিলাম সেদিন। কিন্তু গল্প ও চরিত্রের প্রয়োজনে ঝুঁকিটা আমি জেনেবুঝেই নিয়েছি। ইউনিটের সবাই আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন।’

তিশার সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নির্মাতা সঞ্জয় সমদ্দারও। বললেন, ‘তিশা অনেক ঝুঁকি নিয়েছেন। লঞ্চ থেকে লাফ দিতে হয়েছে। তখন কীর্তনখোলা নদীতে অনেক স্রোত ছিল। যদিও পর্যাপ্ত লাইফগার্ড ছিল। কিন্তু আমি মুগ্ধ হয়েছি, কাজের প্রতি তিশার ডেডিকেশন দেখে। অনেকেই তো এমন ঝুঁকি নিতে চান না।’

তানজিন তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, রবি প্রমুখ।

আরও পড়ুন:

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ