স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরা চালু আছে।
স্থলবন্দরের আমদানি–রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। যার কারণে স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ। আগামীকাল শুক্রবারও ছুটির কারণে কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে বন্দর দিয়ে পুনরায় বন্দরের সব কার্যক্রম শুরু হবে।