Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কমেছে ইলিশের দাম বিপাকে ব্যবসায়ীরা

হিলি স্থলবন্দর প্রতিনিধি

কমেছে ইলিশের দাম  বিপাকে ব্যবসায়ীরা

পয়লা বৈশাখের আগে প্রতিবছর দিনাজপুরের হিলিতে ইলিশের ভালো বেচাকেনা হলেও এবারের চিত্র সম্পূর্ণ উল্টো।

এবার পয়লা বৈশাখ রমজান মাসে পড়ায় ইলিশের বেচাকেনা নেই বললেই চলে, প্রতিবছর দাম বাড়লেও এবার দাম উল্টো কমেছে। এর পরেও ইলিশের বেচাকেনা তেমনভাবে জমে ওঠেনি। এতে মাছ এনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে মাছ কিনতে আসা শাহিনুর ইসলাম জানান, ‘প্রতিবছর পয়লা বৈশাখকে ঘিরে নানা ধরনের অনুষ্ঠান হয়। মানুষের মধ্যে ইলিশ মাছ কেনার ধুম পড়ে, শখ করে হলেও ইলিশ মাছ কেনা হয়।

কিন্তু এবারে রমজানের মধ্যে পড়ায় তেমন কোনো অনুষ্ঠান নেই, তেমনি মাছ ইলিশ কেনার তেমন আগ্রহ নেই। তারপরেও বাজারে এসেছিলাম দাম কম দেখে একপিস ইলিশ কিনলাম।’

হিলি বাজারের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছর পয়লা বৈশাখকে ঘিরে ইলিশ মাছের প্রচুর চাহিদা থাকে। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে এবারেও আমরা পর্যাপ্ত ইলিশ মাছ উঠিয়েছি। কিন্তু এবারে রমজান মাসে পয়লা বৈশাখ পড়ার কারণে তেমন কোনো অনুষ্ঠান নেই। যার কারণে ইলিশের তেমন বেচাকেনা নেই বললেই চলে। আমরা পর্যাপ্ত ইলিশ মাছ নিয়ে এখন বিক্রি করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’

তিনি আরও বলেন, ‘দুই সপ্তাহ আগে কেজির বড় সাইজ ইলিশ বিক্রি হয়েছিল এক হাজার ৭০০ টাকা, বর্তমানে তা কমে এক হাজার ৫০০ টাকা। আর ছোট সাইজের ইলিশ বিক্রি করা হচ্ছে ৪ থেকে সাড়ে ৪০০ টাকা করে। তারপরেও বেচাকেনা নেই ইলিশ মাছের।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ