Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দারিদ্র্য কম বদরগঞ্জে কাউনিয়ায় সর্বোচ্চ

বদরগঞ্জ প্রতিনিধি

দারিদ্র্য কম বদরগঞ্জে কাউনিয়ায় সর্বোচ্চ

রংপুরের আট উপজেলার মধ্যে দারিদ্র্যের হার সবচেয়ে কম বদরগঞ্জে। আর সবচেয়ে বেশি কাউনিয়ায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসক মো. আসিব আহসান সম্প্রতি এই দারিদ্র্যের হারের ভিত্তিতে উপজেলাগুলোতে ভিজিএফের সহায়তা বণ্টন করেছেন।

জেলা প্রশাসকের বণ্টনপত্রে দেখা গেছে, বদরগঞ্জ উপজেলায় দারিদ্র্যের হার ৩৬ দশমিক ১০ শতাংশ। যা জেলার মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে কাউনিয়ায় সর্বোচ্চ ৪৯ দশমিক ৪০ শতাংশ মানুষ দরিদ্র।

এ ছাড়া দারিদ্র্যের হার গঙ্গাচড়ায় ৪৭, সদরে সাড়ে ৩৭, মিঠাপুকুরে ৪০ দশমিক ১০, পীরগাছায় ৪৬, পীরগঞ্জ ৩৯ দশমিক ৩০ ও তারাগঞ্জ উপজেলায় ৩৮ দশমিক ১০ শতাংশ।

রংপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ বরাদ্দ পাওয়া গেছে। এতে আট উপজেলার জন্য ভিজিএফ কার্ডের সংখ্যা মিলেছে ২ লাখ ৭৮ হাজার ৯৪৫টি। এই কার্ডের বিপরীতে চাল বরাদ্দ পাওয়া গেছে ২ হাজার ৭৮৯ মেট্রিক টন ৪৫০ কেজি। প্রত্যেক কার্ডধারী ঈদের আগে ১০ কেজি করে চাল পাবেন।

ভিজিএফের কার্ড দারিদ্র্যের হার অনুযায়ী বণ্টন করা হয়েছে। এ ক্ষেত্রে বদরগঞ্জের ১০ ইউনিয়নের জন্য ২৩ হাজার ৮৪৭টি, গঙ্গাচড়ার ৯ ইউনিয়নে ৪২ হাজার ৯৩৮টি, কাউনিয়ার ৬ ইউনিয়নে ২৭ হাজার ৬৬৫টি ও রংপুর সদরের ৫ ইউনিয়নে ১৫ হাজার ৬০২টি কার্ড দেওয়া হয়েছে।

সেই সঙ্গে মিঠাপুকুরের ১৭ ইউনিয়নে ৬৮ হাজার ৫৪৮টি, পীরগাছার ৯ ইউনিয়নে ৪৮ হাজার ৫১১টি, পীরগঞ্জের ১৫ ইউনিয়নে ৩৮ হাজার ১৩২টি ও তারাগঞ্জের ৫ ইউনিয়নের জন্য ১৩ হাজার ৬৬৬টি ভিজিএফ কার্ড বরাদ্দ আছে।

বদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিজিএফ বণ্টন করা হয়েছে। সেই অনুযায়ী উপজেলার ২৩ হাজার ৮৪৭টি কার্ডের বিপরীতে ২৩৮ মেট্রিক টন ৪৭০ কেজি চাল বরাদ্দ পাওয়া গেছে। দরিদ্র মানুষের নাম দ্রুত ভিজিএফের তালিকায় অন্তর্ভুক্ত করতে চেয়ারম্যানদের বলা হয়েছে। তালিকা হাতে পেলেই চাল বিতরণ করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ