হোম > ছাপা সংস্করণ

মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ

শাহীন রহমান, পাবনা

খাগড়াছড়ির মহালছড়ির ৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় প্রার্থী হতে নেতাদের কাছে ধরনা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। তবে এবার ইউপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এ ছাড়া আঞ্চলিক দলগুলোর মধ্যেও নির্বাচন নিয়ে তেমন তৎপরতা চোখে পড়ছে না।

আওয়ামী লীগ সূত্র জানায়, মহালছড়ি সদর ইউপিতে এবারও দলের মনোনয়ন চাইছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রতন কুমার শীল। এ ছাড়া মাইসছড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, বর্তমান চেয়ারম্যান সাজাই মারমা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ নৌকার হয়ে লড়তে আগ্রহী।

মুবাছড়িতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি কংজরী মারমা মহাজোটের হয়ে মনোনয়ন চাইছেন। এ ছাড়া ক্যায়াংঘাটের মনোনয়ন প্রত্যাশীদের নাম এখনো উপজেলা আওয়ামী লীগের অফিসে জমা পড়েনি।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত খীসাপন্থী অংশের উপজেলা সমন্বয়ক সুকুমার চাকমা বলেন, ‘ইউপি নির্বাচনে অংশ নেওয়া না করা নিয়ে কেন্দ্রীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। জনগণের স্বার্থ রক্ষায় যে প্রার্থী কাজ করবেন তাঁকে সমর্থন জানাব।’

এদিকে এমএন লারমা পন্থী জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা জানান, আসন্ন ইউপি নির্বাচনে জেএসএস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা জানান, আসন্ন ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন