পাইকগাছায় দীর্ঘ ২৫ বছর পর যুবদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা কমিটি। গত রোববার রাতে তৌহিদুজ্জামান মুকুলকে আহ্বায়ক, মো. ইমরান হোসেনকে সদস্যসচিব করে খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির ও সম্পাদক ইবাদুল হক রুবায়েদ এ কমিটি ঘোষণা করেন। এদিকে কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নতুন আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্মআহবায়ক মো. আবুল হোসেন বলেন, ‘তৃণমূলের মতামত না নিয়ে এ কমিটি দেওয়া হয়েছে। আমি এ কমিটিকে প্রত্যাখ্যান করছি। সঙ্গে সঙ্গে এ কমিটি থেকে পদত্যাগ করছি।’
তিনি আরও বলেন, ‘যাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর ভাই ও আত্মীয়রা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কমিটিতে যাদের নাম দেওয়া হয়েছে তাঁরা কখনো যুবদলের সঙ্গে জড়িত ছিল না।’
এ বিষয়ে পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আঙুল মজিদ জানান, যেহেতু জেলা কমিটি একটি কমিটি দিয়েছে সেহেতু সে কমিটি মেনে নেওয়া উচিত। এখানে আবুল হোসেনকে যদি আহ্বায়ক করত তাহলে দল আরও চাঙ্গা হত।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯৭ সালে সম্মেলনের মাধ্যমে মযুবদলের কমিটি গঠিত হয়।