Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সব ইউনিয়নে বিএনপির পদযাত্রা আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সব ইউনিয়নে বিএনপির পদযাত্রা আজ

নিত্যপণ্য ও গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে আজ শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। পাশাপাশি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা দল ও জোটও আজ এই কর্মসূচি পালন করবে। কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি শেষ হয়েছে।

৪ ফেব্রুয়ারি দলের সাংগঠনিক ১০ বিভাগে সমাবেশের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনের সমাবেশে এই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউনিয়ন পর্যায়ে এই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের অনেকে অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নিজ ইউনিয়নে, আবদুল মঈন খান নরসিংদীর পলাশের জিনারদি ইউনিয়নে, নজরুল ইসলাম খান জামালপুরের ইসলামপুরের কুমারকান্দি ইউনিয়নে পদযাত্রায় অংশ নেবেন। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটি সদস্য, অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় পদযাত্রায় অংশ নেবেন।

গত ২২ আগস্ট থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে বিএনপি। উপজেলা, থানা ও ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। এরপর ১২ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় গণসমাবেশ করে। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি ১০টি সাংগঠনিক বিভাগে সমাবেশ করে। সারা দেশে ইউনিয়নে আজকের পদযাত্রা দলটির ষষ্ঠ ধাপের কর্মসূচি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ