হোম > ছাপা সংস্করণ

অবিলম্বে দমন-পীড়ন বন্ধের আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি অবিলম্বে যোগাযোগের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

অ্যামনেস্টির ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়। আন্দোলন সহিংস হয়ে ওঠার পর ধারণ করা ভিডিও ও ছবি বিশ্লেষণের ভিত্তিতে প্রস্তুতকৃত দ্বিতীয় প্রতিবেদন এদিন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ক্রাইসিস অ্যাভিডেন্স ল্যাব তিনটি ঘটনার ভিডিও বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনিভাবে প্রাণঘাতী এবং কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক ডিপ্রোজ মুচেনা বলেন, ‘ভিডিও ও ছবি বিশ্লেষণ করে যে প্রমাণ পাওয়া যাচ্ছে, তা ভয়াবহ চিত্র তুলে ধরছে। বাংলাদেশ সরকার ও এর সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে, সহিংস দমনপীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে যোগাযোগের ওপর বিধিনিষেধ তুলে নিতে আহ্বান জানাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষের অবশ্যই অবিলম্বে দেখামাত্র গুলির নির্দেশ প্রত্যাহার করা উচিত, দেশজুড়ে ইন্টারনেট পুরোপুরি সচল করা উচিত এবং বিক্ষোভ দমনে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ব্যবহার বন্ধ করা উচিত।’

ডিপ্রোজ মুচেনা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সব ধরনের অভিযোগের জরুরি ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের পুরোপুরি জবাবদিহির আওতায় আনা উচিত। বেআইনি বলপ্রয়োগের শিকার ভুক্তভোগী এবং হতাহত ব্যক্তিদের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত।’ 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন