হোম > ছাপা সংস্করণ

বিসিবির কাছে নারী চিকিৎসক ও লিয়াজোঁ কর্মকর্তা চায় আইসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় আসা আইসিসির পর্যবেক্ষক দল বেশ খুঁটিয়ে খুঁটিয়ে কাল পর্যবেক্ষণ করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কাল মিডিয়া সেন্টারই যেমন তারা পর্যবেক্ষণ করে গেছে দুবার। যেকোনো আইসিসির ইভেন্টের আগে তারা যেটা করে, সেটাই করছে। 

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য প্রস্তুতি পরখ করতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ভেন্যুর আশপাশ, খেলোয়াড়দের অনুশীলনের ইনডোর-আউটডোর মাঠ, মূল মাঠের সুযোগ-সুবিধা, ড্রেসিংরুম, প্রেসবক্স, সিঁড়ি থেকে লিফট—সবই দেখছে আইসিসির পাঁচ পর্যবেক্ষক দল। এ পর্যবেক্ষক দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, কমার্শিয়াল ও হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট, স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার ও পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মিরপুর ও সিলেটের দুই ভেন্যুতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, টুর্নামেন্টের প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীদের অন্তর্ভুক্তি চায় আইসিসি। বিশ্বকাপে দলগুলোর সঙ্গে নারী লিয়াজোঁ কর্মকর্তা, নারী চিকিৎসক, নারী নিরাপত্তাকর্মী নিশ্চিত করতে বিসিবিকে তাগিদ দিয়েছে পর্যবেক্ষক দল। 

গতকাল সকালে শেরেবাংলা স্টেডিয়াম পর্যবেক্ষণ শেষে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সভায় বসে পর্যবেক্ষক দল। টুর্নামেন্টের চাহিদা অনুযায়ী কোথায় কী প্রয়োজন, সেটা বিসিবিকে জানায় তারা। আজ সকালে সিলেটে যাবে দলটি। তারা পর্যবেক্ষণ করবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন