Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শিশিরভেজা সাজের জন্য

অনন্যা দাস

শিশিরভেজা সাজের জন্য

হাল ফ্যাশনের মেকআপে এখন ডিউই বা শিশিরভেজা স্নিগ্ধ কিন্তু সেই সঙ্গে উজ্জ্বল একটা লুকের চল এসেছে। কিন্তু এই লুক তৈরির কায়দা-কৌশল ঠিকমতো জানা না থাকায় অনেকেই শেষমেশ রণে ভঙ্গ দিচ্ছেন। কয়েকটি কৌশল নখদর্পণে থাকলেই আপনি পেতে পারেন ঈর্ষণীয় সাজ। কয়েকটি ধাপে এই মেকআপ করতে হবে।

১. শুরুটা করুন ম্যাট প্রাইমার দিয়ে 
তেলতেলে প্রাইমারের পরিবর্তে ম্যাট প্রাইমার দিয়ে মেকআপ শুরু করলেই উজ্জ্বল চেহারা তৈরির জন্য নিখুঁত ক্যানভাস পাবেন আপনি। ম্যাট ও পোরলেস ম্যাটিফাইং ফেস প্রাইমার মেকআপের জন্য একটি মসৃণ বেজ তৈরি করবে। এটি আপনার ত্বকের উজ্জ্বল শৈলীতে তেল চকচকে ভাব আসতে দেবে না। তা ছাড়া, এভাবে সাজ শুরু করলে আপনার মেকআপ অনেক ঘণ্টা থাকবে।
 
২. ফাউন্ডেশনের পালা
এটাই ডিউই লুক পাওয়ার মূল ধাপ। হালকা ধরনের ফাউন্ডেশন নিন। একটি হালকা ভেজা বিউটি স্পঞ্জ ব্যবহার করে আপনার মুখে লাগান। এভাবে ফাউন্ডেশন লাগালে মেকআপ ভালোভাবে বসবে। আপনার চেহারায় কোনো দাগ থাকলে ও দাগ ঢাকতে চাইলে একটি ক্রিম কনসিলার ব্যবহার করুন এবং সেটা ত্বকে ভালোভাবে মিশিয়ে নিন।

৩. কিছুটা ব্লাশ 
ন্যাচারাল লুকের জন্য আপনার ত্বকের রঙের সঙ্গে মানানসই এমন ব্লাশঅন দেওয়াই ভালো। ব্লাশ দেওয়ার সময় দুটি জিনিস বিবেচনায় রাখতে হবে। প্রথমত, অতিরিক্ত ব্লাশ ব্যবহার করবেন না। তাহলে সাজে মেকি ভাব চলে আসবে। দ্বিতীয়ত, বেশি ব্লাশ আপনার গালে ভালোভাবে মিশিয়ে নেবেন। বেষ্ট লুকের জন্য পিচ শেড ব্যবহার করতে পারেন। আপনার চিকবোনে হালকা করে এই শেডগুলো ঘষে নিলেই দেখবেন চেহারার জেল্লা বেড়ে গেছে।

৪. লিপ গ্লসের ওপর সোয়াইপ
ডিউই লুককে আরও কিছুটা ফুটিয়ে তুলতে ঠোঁটে দিন লিপ গ্লস। গ্লসের মাত্র কয়েকটি টানেই আপনার ঠোঁটে বেশ কোমল ভেজা ভাব আসবে।

৫. সেটিং স্প্রে
সাজগোজের শেষ ধাপে আপনার মেকআপ লক করুন সেটিং স্প্রে দিয়ে। আপনার পুরো লুকে আরও একটু উজ্জ্বলতা যোগ করতে চাইলে একটি নন-ম্যাটিফাইং সেটিং স্প্রে ব্যবহার করুন। কারণ এটি মেকআপকে উজ্জ্বল করে কিন্তু এটি নিজে উজ্জ্বল নয়।

সূত্র: মেকআপ ডট কম

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ