বিনোদন ডেস্ক
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি নিয়ে কান চলচ্চিত্র উৎসবে যাবেন নির্মাতা শ্যাম বেনেগাল। আগামী মে মাসে সেখানেই আলোচিত এই সিনেমার টিজার মুক্তি দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটিকে সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল বিষয়টি নিশ্চিত করে জানান, বাণিজ্যিকভাবে বিপণনের উদ্দেশ্যেই সিনেমাটি নিয়ে যাওয়া হবে সেখানে।
শ্যাম বেনেগাল বলেন, ‘কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে মনে করছি। কারণ এর প্রেক্ষাপট শক্তিশালী। আর এই মার্কেটে বহুলসংখ্যক প্রযোজক আসবেন। এটি বিশ্বের বৃহত্তম বাজার। তাই আমি আশাবাদী।’
সিনেমা তৈরির নেপথ্য প্রসঙ্গে শ্যাম বেনেগাল বলেন, ‘নির্মাণের প্রস্তাব পাওয়ার পরপরই আমি তা লুফে নিই। কারণ আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু আমাদের উপমহাদেশের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের একজন। আমরা যদি তাঁর রাজনৈতিক যাত্রা দেখি, গল্পটি সত্যিই অসাধারণ, খুব শক্তিশালী এবং একই সঙ্গে গভীরভাবে দুঃখজনকও।’
চলতি বছরই চলচ্চিত্রটি পর্দায় আসার কথা রয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সিনেমার প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।