নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর ফিরিঙ্গিবাজারের টেকপাড়া খালে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৮০টি স্থাপনা অপসারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা এই অভিযানে বেশ কয়েকটি দোতলা থেকে ছয়তলা ভবন অপসারণ করা হয়।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালায় সিডিএ। সংস্থাটির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী এই অভিযানে নেতৃত্ব দেন। সিডিএ ও প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড তাঁকে সহযোগিতা করে।
সিডিএ সূত্র জানায়, টেকপাড়া খালটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। প্রস্থ গড়ে ৫ মিটার। গতকাল খালের ৩০০ মিটার অংশে উচ্ছেদ করা হয়েছে। এর আগে প্রায় ১ হাজার ২০০ মিটার এলাকা উচ্ছেদ করা হয়েছিল। তবে করোনা মহামারির কারণের তখন উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যাওয়ায় বাকি ৩০০ মিটার উচ্ছেদ করা যায়নি। গতকাল সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দীন জানান, খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার পর খালের দুই পাশে প্রতিরোধ দেয়াল দেওয়া হবে।
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক মো. শাহ আলী বলেন, এসব ভবনের সব ময়লা-আবর্জনা খালেই ফেলা হতো।