সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পূর্বাচল শেখ হাসিনা স্টেডিয়ামের নকশা চূড়ান্তকরণের একটি সভা চলছিল। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। একটি গুরুত্বপূর্ণ সভায় ধাক্কা খাওয়ার মতো একটি ই-মেইল পেলেন তিনি, এশিয়া কাপ শেষে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার চিঠি দিয়েছেন সাকিব আল হাসান।
বিশ্বকাপের তিন সপ্তাহও বাকি নেই। দল তখনো ঘোষণা করা হয়নি। এ সময়ে সাকিবের এই সিদ্ধান্ত! পরে তিনি বিশ্বকাপে যাওয়ার আগমুহূর্তে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি। বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করবেন না, সেটিও জানিয়েছিলেন সাক্ষাৎকারে। পরে তাঁর পক্ষ থেকে এ নিয়ে আর কিছু জানা যায়নি। তবে কাল সাংবাদিকদের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব এখনো আমাদের অধিনায়ক।’
কাগজ-কলমে সাকিব তিন সংস্করণের অধিনায়ক থাকলেও ভবিষ্যতের দিকে তাকিয়ে বিসিবিকে বিকল্প লিডারশিপ গ্রুপ দাঁড় করানোর চিন্তা করতে হচ্ছে। ক্রিকেট বোর্ড চাইছে, গত দুই দশকে যে ক্রিকেটাররা বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের বলয় থেকে এখন বেরিয়ে আসতে। সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বের বিষয়টিও ভাবাচ্ছে বিসিবিকে। সাকিব-তামিমের দ্বন্দ্বের ভুক্তভোগী হয়েছে এবার বিশ্বকাপের দল। আর সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের মতো সিনিয়র ক্রিকেটারদের অধিনায়কত্ব দিয়েও গত চার বছরে খুব একটা স্বস্তিতে থাকতে পারেনি বিসিবি।
নতুন লিডারশিপ গ্রুপ গড়ে তুলতে বিসিবিকে আশাবাদী করে তুলছেন নাজমুল হোসেন শান্ত। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রশংসিত হয়েছে শান্তর অধিনায়কত্ব। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ খেলবে। এই সফর দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বের গ্রুপে যুক্ত হলেন মেহেদী হাসান মিরাজ। তিনি নিউজিল্যান্ড সফরে শান্তর ডেপুটি।
দলীয় সূত্র জানিয়েছে, বিসিবি শান্ত-মিরাজকে দিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করতে চায়। এ কারণে কঠিন এবং বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে কাল জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, সাকিব ফিরে এলে তাঁকেই অধিনায়কত্ব ফিরিয়ে দেবেন তাঁরা, ‘আমরা শান্তকে (নাজমুল) দায়িত্ব দিয়েছি। তাকে বলেছি, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন, সাকিবকে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে। সব সংস্করণে এখনো সে অধিনায়ক। সে ফিরে এলে আমরা ধরে নিচ্ছি, সাকিবই অধিনায়ক থাকবে।’
তবে সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে, সিনিয়র ক্রিকেটারদের বলয় থেকে বেরিয়ে তরুণদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এখনই সময়। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘বিসিবির এখন কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই, আমাদের সব সংস্করণের অধিনায়ক নির্ধারিত হয়ে গেছে—সেটি আর কেউ নয়, আমাদের নাজমুল হোসেন শান্ত।’
শান্ত এরই মধ্যে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টে অধিনায়কত্ব করেছেন। তাঁর নেতৃত্বগুণে মুগ্ধ রকিবুলও, ‘(শান্ত) আমাদের পরবর্তী অধিনায়ক হতে সে আদর্শ। তার কথাবার্তায় আরেকটু দেশাত্মবোধ এবং নিরপেক্ষ ব্যাপারটা আসতে হবে। কিন্তু সে খুবই পেশাদার।’ আর নিয়মিত অধিনায়ক সাকিবের ব্যাপারে রকিবুলের যুক্তি হচ্ছে, ‘সাকিবের ব্যাপারে এখনই সিদ্ধান্তে আসা উচিত। (তাকে নিয়ে) ভয়ে ভয়ে থাকে সবাই। (শান্তর পাশাপাশি) মিরাজকে নিয়ে একটা সংস্করণে দেখা যেতে পারে।’
সাবেক অধিনায়ক রাজিন সালেহর মতে, এখনই নতুন অধিনায়ক নিয়ে চিন্তাভাবনা করা উচিত বিসিবির। তিনি বললেন, ‘ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবা উচিত। যদি সাকিব ওভাবে সময় না দিতে পারে, কারও জন্য কেউ অপেক্ষায় থাকবে না। শান্তর চিন্তাভাবনা অনেক ভালো। তাকে নিয়ে ভাবা যায়। মিরাজও থাকতে পারে নেতৃত্বে। একজনকে সব সংস্করণে দিলে চাপ হয়ে যেতে পারে। তিন সংস্করণে অন্তত দুজন অধিনায়ক থাকা উচিত।’