টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনের ভোটে প্রার্থীদের টাকা লেনদেন নিয়ে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশন থেকে জেলা প্রশাসককে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের (বাসাইল উপজেলা) সদস্য প্রার্থী মো. রফিকুল ইসলাম সংগ্রাম পরাজিত হয়ে ভোটারদের মধ্যে বিতরণ করা অর্থ ফেরত চেয়েছেন। সম্প্রতি এটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচন কমিশন বিষয়টি আমলে নেন।
টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. আতাউল গনি বলেন, ‘নির্বাচনে ভোটারদের ভোট সংগ্রহের বিষয় টাকা লেনদেনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচন কমিশন আমাকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। যেহেতু বিষয়টি বাসাইল উপজেলার।
তাই বাসাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়কে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার তদন্তের শেষ কর্মদিবস। আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
তদন্তের দায়িত্ব পাওয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, ‘জেলা পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী মো. রফিকুল ইসলামকে ডাকা হয়েছে।
দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে তদন্ত কার্যক্রমে একটু বিলম্ব হতে পারে। তদন্তকাজ পরিপূর্ণভাবে করার জন্য সময় নেওয়া প্রয়োজন হতে পারে।’
উল্লেখ্য, রফিকুল ইসলাম সংগ্রাম বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।