ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পাইয়ে দিতে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। ১ হাজার করে টাকা দিয়েও দায়িত্ব না পাওয়ায় ভুক্তভোগী দুই আনসার সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার চারটি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তার কাজে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৬১২ জন নারী-পুরুষ আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। এর আগে উপজেলা আনসার ও ভিডিপি অফিস প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের নাম তালিকাভুক্ত করে।
নির্বাচনে দায়িত্ব পাইয়ে দেওয়ার কথা বলে অষ্টমনিষা ইউনিয়ন দলপতি আবুল কাশেম ওই ইউনিয়নের শাহানগর গ্রামের বাচ্চু মিয়া ও লিয়াকত হোসেন নামে দুজন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের কাছ থেকে এক হাজার করে টাকা নেন। পরে চূড়ান্ত তালিকায় নিজেদের না দেখতে না পেয়ে গত রোববার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন দুই আনসার সদস্য।
এ ব্যাপারে দলপতি আবুল কাশেমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাঁরা (অভিযোগকারী) আমার কাছে আসেননি, আমিও কোনো টাকা নিইনি।’
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাইরুন নাহার খুশি জানান, টাকা নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তিনি শুনেছেন দলপতি আবুল কাশেমের সঙ্গে অভিযোগকারীদের কয়েক দিন আগে হাতাহাতির ঘটনা ঘটেছে।
ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।