হোম > ছাপা সংস্করণ

দীপিকার পরিকল্পনা

বিনোদন ডেস্ক

দীপিকা পাড়ুকোনকে নিয়ে কথা বলার প্রসঙ্গের অভাব নেই। গত বছর ‘পাঠান’ থেকে ‘জওয়ান’—সব সাফল্যের ক্ষেত্রে উচ্চারিত হয়েছে তাঁর নাম। ২৫ জানুয়ারি আসছে হৃতিক রোশনের সঙ্গে তাঁর নতুন সিনেমা ‘ফাইটার’। শুক্রবার ছিল দীপিকার ৩৮তম জন্মদিন। সব প্রসঙ্গ ছেড়ে একটা প্রশ্ন এদিন তাঁর পিছু ছাড়ল না, বিয়ের পাঁচ বছর হয়ে গেছে, কবে মা হবেন দীপিকা? সম্প্রতি রণবীর সিংয়ের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। দীপিকা কি মা হতে চান, এ প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন, ‘অবশ্যই। আমি আর রণবীর দুজনেই বাচ্চাদের খুব ভালোবাসি। সেই দিনটার অপেক্ষায় আছি, যখন আমরা নিজেদের পরিবার গড়ব।’

দীপিকার এই কথায় অনেকে মনে করছেন, মা হওয়ার পরিকল্পনা করে ফেলেছেন নায়িকা। না হলে এমন উত্তর তিনি দিতেন না। দীপিকা এবার মা হওয়ার জন্য বিরতি নেবেন কি না, সেই প্রশ্ন ইন্ডাস্ট্রিতে। বলিউডের এক ব্যবসা বিশেষজ্ঞের মতে, ‘বক্স অফিসে দীপিকা আরও তিন-চার বছর এক নম্বর অবস্থানে থাকবেন। বাণিজ্যের বিচারে তিনি আলিয়ার চেয়েও এগিয়ে। তাই এই সময় মা হওয়ার জন্য বিরতি নেওয়ার বিষয়টা তাঁর জন্য ঠিক না-ও হতে পারে।’

এ ক্ষেত্রে ঘুরেফিরে আসছে আনুশকা শর্মার উদাহরণ। মা হওয়ার পর অভিনয় থেকে প্রায় হারিয়ে গেছেন তিনি। বলিউডের তিন খানের সঙ্গে কাজ করার পরও গত বছর থেকে বড় সিনেমায় তাঁকে আর দেখা যাচ্ছে না। দ্বিতীয়বার মা হবেন আনুশকা, তেমনই শোনা যাচ্ছে।

সমসাময়িক আরেক অভিনেত্রী সোনম কাপুরও মা হওয়ার পর অনুপস্থিত। কয়েক দিন আগে ইনস্টাগ্রাম পোস্টে সোনম লিখেছেন, ‘১৬ মাস সময় লাগল আমার আগের অবস্থায় ফিরতে। কড়া ডায়েট আর ওয়ার্কআউট ছাড়া, নিজের যত্ন আর সন্তানের যত্ন নেওয়ার মাধ্যমে ধীরে ধীরে এই অবস্থায় এলাম। তবুও আমি এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি, যেখানে পৌঁছাতে চাই।’ মা হওয়ার পর ফিটনেস কতটা ফেরত পেলেন, তার ছবিও শেয়ার করেছেন সোনম।

মা হওয়ার পর চুটিয়ে কাজ করছেন শুধু কারিনা কাপুর। তাঁকে দেখে সন্তান নেওয়ার ব্যাপারে অনুপ্রেরণা নিতেই পারেন দীপিকা। তাঁর আরেক অনুপ্রেরণার নাম হতে পারে আলিয়া ভাট। রণবীর কাপুরকে বিয়ে করে মা হয়েছেন আলিয়া। সম্প্রতি তাঁদের মেয়ে রাহার ছবিও প্রকাশ্যে এসেছে। মা হওয়ার বছরেই আলিয়ার একাধিক সিনেমা বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। নিয়মিত কাজও চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এখন দীপিকা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার বিষয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন