রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধার হওয়ার দুই বছরের মধ্যেই আবার বেদখল হয়ে যাচ্ছে। খালের ভেতর দেয়াল তুলে, মাটি ভরাট করে দখলের চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালীরা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, যে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে খাল খনন শুরু হয়েছিল, সেখানে এখন ইট ভাঙার মেশিনের স্ট্যান্ড করা হয়েছে। ওই স্ট্যান্ডের পাশে টিন দিয়ে আওয়ামী লীগের একটি ইউনিট কার্যালয় এবং দুটি চায়ের দোকানও তোলা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারিতে মোহাম্মদপুর বছিলার লাউতলা এলাকায় খালের ওপর গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে খাল উদ্ধারের প্রক্রিয়া শুরু করে ডিএনসিসি। খননকাজ শেষে ওই বছর মার্চে মেয়র আতিকুল ইসলাম নৌভ্রমণও করেন।
নকশা ও সরেজমিন দেখা গেছে, লাউতলা থেকে খালটি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান, সাতমসজিদ আবাসিক এলাকা হয়ে চন্দ্রিমা হাউজিং, বছিলা গার্ডেন সিটি ও দয়াল হাউজিংয়ের মধ্য দিয়ে তুরাগ নদে গিয়ে মিশেছে। এই খালটির দৈর্ঘ্য ৩ দশমিক ১০ কিলোমিটার। প্রস্থে কোথাও ৪০ ফুট, কোথাও ২০ ফুট। লাউতলার একটু পরেই রামচন্দ্রপুর খালের একটি শাখা বছিলা ফিউচার পার্ক, বছিলা গার্ডেন সিটি, সূচনা হাউজিং, বছিলা মডেল টাউন, শাহজালাল হাউজিং ও বছিলা সিটি ডেভেলপারের পাশ দিয়ে বুড়িগঙ্গায় পড়েছে। স্থানীয়ভাবে এটি বছিলা উত্তরপাড়া খাল নামে পরিচিত।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, খালের লাউতলা অংশের মুখে ইট ভাঙার মেশিনের একটি স্ট্যান্ড গড়ে উঠেছে। সেখানে ৫০টির বেশি মেশিন রাখা আছে। এ ছাড়া টিনের তৈরি একটি স্থাপনার সামনে ব্যানারে লেখা রয়েছে ‘শাহজালাল ও স্বপ্নধারা ইউনিট আওয়ামী লীগের কার্যালয়’। পাশে রয়েছে চায়ের দুটি টং দোকান।
মোল্লার চা দোকান নামে পরিচিত টং দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ট্রাকচালক। তাঁরা জানালেন, বেদখল হওয়া জায়গা থেকে ভাড়া তোলেন প্রভাবশালীরা। কামাল নামের এক ট্রাকচালক বলেন, ‘জায়গা পইড়া থাকলে নেতাপুতারা কি খালি থোই, বুঝেন না।’
খোঁজ নিয়ে জানা গেল, ইট ভাঙার মেশিন স্ট্যান্ডটি সমন্বয় করেন আমির হোসেন নামের একজন। তিনি মেশিনমালিকদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা তোলেন। তবে তাঁকে ওই এলাকায় খুঁজে পাওয়া গেল না। তাঁর সঙ্গে অন্য কোনো মাধ্যমেও যোগাযোগ করা যায়নি।
খালের বিভিন্ন অংশে দেখা গেল, পাড়ে থাকা গরুর খামারের বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে খালে। চন্দ্রিমা মডেল টাউনের অংশে মাটি ভরাট করে খালের মধ্যে সবজিখেত করা হয়েছে। বছিলা গার্ডেন সিটির অংশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে খালের মধ্যে ইট দিয়ে ঘিরে প্লট বানানো। এর ভেতর বালু ভরাট করা হচ্ছে।
খাল দখল করে প্লট তৈরির বিষয়ে জানতে চাইলে বছিলা গার্ডেন সিটির এমডি শামীম আহমেদ বলেন, ‘আমাকে বলেন কেন? মেয়রকে বলেন। তিনিই তো মাপজোখ করে দিছেন।’
পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত মোহাম্মদপুরের এক বাসিন্দা নাম প্রকাশ না করা শর্তে বলেন, দুই বছর আগে উদ্ধার হওয়া খালে এখন দেয়াল তুলে আবার বিভিন্ন প্রভাবশালী মহল দখল করা শুরু করেছে। এসব অপকর্মের সঙ্গে সিটি করপোরেশনের লোকজনও জড়িত।
দুই বছর আগে খাল উদ্ধারে ভূমিকা রাখা ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের কাজ খাল পরিষ্কার করা। দখলদারদের উচ্ছেদ করা নয়।’
ডিএনসিসি অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘আমার কাছে দখলের কিছু তথ্য এসেছে। নির্বাচনী ব্যস্ততার কারণে খোঁজ নিতে পারিনি। দ্রুত সময়ের মধ্যে সব উচ্ছেদ হবে।’
নগর-পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘খাল উদ্ধার শেষে তদারকি কে করবে, সেটা নিশ্চিত করা হয়নি। ফলে যেটা হওয়ার কথা, সেটাই হয়েছে। জনপ্রতিনিধিরা শুধু অঙ্গীকার করেন, বাস্তবায়নে অগ্রাধিকার দেন না।’ দখলের সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন রাজনৈতিক দলেরই অংশ মন্তব্য করে এই নগর-পরিকল্পনাবিদ।