কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরগরম হয়ে উঠেছে কুলিয়ারচরের নির্বাচনী মাঠ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা নেতাকর্মি ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, সভা-সমাবেশ ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নির্বাচনী মাঠে উপস্থিতির বিষয়টি জানান দিচ্ছেন। প্রার্থীদের কেউ কেউ নির্বাচনী এলাকা সাজিয়ে তুলছেন পোস্টার, ব্যানারে। গতকাল মঙ্গলবার বিকেলে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল ভূঁইয়ার নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন দেওয়া হয়।
দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে শুরু করে ছয়সূতি, মাধবদী, কোল্ড স্টোরেজ হয়ে আবার ছয়সূতি খেলার মাঠে এসে শেষ হয়।