হোম > ছাপা সংস্করণ

সড়কে নির্মাণসামগ্রী রাখায় শহরে দীর্ঘ যানজট

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী শহরের ঈদগাহ সড়ক দখল করে বানানো হয়েছে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। অন্যদিকে সড়ক দখল করে রাখা হয়েছে ভবনের নির্মাণসামগ্রী। এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের।

এ ছাড়া প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। দিনে দিনে এ জনভোগান্তি তীব্র আকার ধারণ করছে। এ সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি  করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, ধনবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র ঈদগাহ সড়কটি সংস্কারের পর থেকেই দুই পাশে অটোরিকশা রাখা শুরু হয়।

এখন জায়গাটি অঘোষিত অটোরিকশা স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছে। একই সড়কের অন্য পাশে চলছে বহুতল ভবনের নির্মাণকাজ। ফলে এ সড়ক দিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলছে কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে চলে গেছে ঈদগাহ রোড। পৌর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। এই সড়ক ঘিরে রয়েছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অথচ এ সড়ক ঘেঁষে গড়ে উঠেছে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। অন্য পাশে একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ফলে ভোগান্তি নিয়ে চলাচল করছেন পথচারী, স্থানীয় বাসিন্দাসহ শিক্ষার্থীরা।

আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী পারভিন আক্তার বলেন, ‘অটোরিকশার স্ট্যান্ড আর নির্মাণসামগ্রী রাখায় আমাদের চলাচলে ভোগান্তি হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক মিয়া বলেন, এ ভোগান্তি বেড়েই চলছে। সিএনজি চালকেরা কথা মানেন না। সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মজিদ ও বেলাল উদ্দিন বলেন, ‘এখানে গাড়ি রেখে চালকেরা বিশ্রাম নেন। এখান থেকে যাত্রীও পাওয়া যায়, তাই এখানে রাখি।’

এদিকে ভবন নির্মাণের দায়িত্বে থাকা  ব্যক্তি জানান, সড়কে আপাতত নির্মাণসামগ্রী রাখা হয়েছে। ভবনে ঢালাইয়ের কাজ চলছে, তাই একটু বেশি সমস্যা হচ্ছে।

এ বিষয়ে জনতে চাইলে পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিষয়টি নজরে রয়েছে। ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক থেকে নির্মাণসামগ্রী সরাতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন বলেন, জনভোগান্তি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভবন নির্মাণে কোড মানা হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন