হোম > ছাপা সংস্করণ

গ্যাসে আশা জাগাচ্ছে সিলেট

ইয়াহ্ইয়া মারুফ, সিলেট

দেশের চলমান গ্যাসের সংকট নিরসনে কিছুটা আশার সঞ্চার করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) তিনটি পরিত্যক্ত কূপ। একটি কূপ থেকে দু-এক দিনের মধ্যেই গ্যাস উত্তোলন শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। বাকি দুটির একটি থেকে ১০-১২ দিন এবং অপরটি থেকে তিন মাসের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া সম্ভব হবে বলে আশা করছে এসজিএফএল। তখন কূপ তিনটি মিলে দিনে প্রায় ৩ কোটি ২০ লাখ বা ৩২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান সম্প্রতি আজকের পত্রিকাকে বলেন, ‘কৈলাসটিলা-২ নম্বর কূপ থেকে ২০-২২ নভেম্বর থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস, আগামী ১০-১২ দিনের মধ্যে সিলেট-১০ নম্বর কূপ থেকে ১ কোটি ঘনফুট এবং তিন মাসের মধ্যে রশিদপুর-২ নম্বর কূপ থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করবে এসজিএফএল। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে গ্যাসের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।’ 

ইতিমধ্যে কিছু সফলতা পাওয়ার কথা জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘আরও তিনটি পরিত্যক্ত কূপ পুনঃখনন শেষে গত বছর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। সিলেট-৮, কৈলাসটিলা-৭ ও বিয়ানীবাজার-১ এই তিন কূপ থেকে বর্তমানে দিনে ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করছি আমরা।’

এসজিএফএল সূত্র জানায়, জ্বালানির সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে দেশের ৪৬টি কূপ অনুসন্ধান, খনন ও পুনঃখননের পরিকল্পনা নেয় সরকার। ২০২৫ সালের মধ্যে এসব খননকাজ শেষ হওয়ার কথা। এতে ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে এসজিএফএলের আওতাধীন সিলেটের ১৪টি কূপ খনন ও পুনঃখননের কাজ শুরু হয়।

এরই মধ্যে তিনটির খননকাজ শেষে গত বছর থেকে উৎপাদন শুরু হয়। এবার কৈলাসটিলা-২, সিলেট-১০ ও রশিদপুর-২ এই তিনটি কূপ থেকে উৎপাদন শুরুর অপেক্ষায় রয়েছে। এসজিএফএলের আওতাধীন গোলাপগঞ্জের কৈলাসটিলা-২ নম্বর কূপ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। গত ২৭ জুলাই এই কূপ পুনঃখনন শুরু হয়। খননের পর চলতি সপ্তাহে এই কূপে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ২০-২২ নভেম্বরের মধ্যে উৎপাদনে যাবে এসজিএফএল। সেখান থেকে প্রতিদিন ৭ মিলিয়ন বা ৭০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করা হবে। 

গত ২৪ জুন হরিপুরের সিলেট-১০ নম্বর কূপেও পুনঃখনন শুরু হয়। বর্তমানে কাজ চলছে। ১০-১২ দিনের মধ্যে উৎপাদনে যাবে এসজিএফএল। এই কূপ থেকে দিনে ১০ মিলিয়ন বা ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

এদিকে রশিদপুর-২ নম্বর কূপ পুনঃখনন শুরুর সব ধরনের প্রস্তুতি শেষ। শিগগিরই কাজ শুরু হবে এবং তিন মাসের মধ্যে এ কূপ থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এসজিএফএলের অপারেশন ডিভিশন ও প্রকল্প বিভাগের দুই প্রকৌশলী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, কৈলাসটিলা-২ নম্বর কূপের একটি স্তর থেকে আগে গ্যাস উৎপাদন করা হয়েছিল। এরপর এই স্তরে পানি এসে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। সাময়িকভাবে বন্ধ থাকা এই কূপ পুনঃখননকাজে আরও একাধিক স্তরের সন্ধান পাওয়া গেছে। সেখানে গত ৯ ও ১১ নভেম্বর পরীক্ষা করে গ্যাস পাওয়া গেছে। যাচাই-বাছাই চলছে। সঠিক গ্যাস মিললে এটাই হবে সবচেয়ে বড় সুখবর।

১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। বর্তমানে দেশে ২৮টি গ্যাসক্ষেত্র রয়েছে। এর মধ্যে এসজিএফএলের আওতায় আছে ৫ টি। সেগুলো হলো হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এগুলোর মধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন