বিনোদন ডেস্ক
‘আই অ্যাম সিঙ্গেল’ নাটকের দৃশ্যে তানজিন তিশা। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এ নাটকে তিশার সঙ্গী হয়েছেন আফরান নিশো। ৮ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় নাটকটি। মাত্র ১৫ দিনেই ‘আই অ্যাম সিঙ্গেল’ কোটি ভিউ পেরিয়েছে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা সৌখিন বলেন, ‘নিঃসন্দেহে এটি চমৎকার ব্যাপার। আমরা দর্শকের জন্যই নির্মাণ করি। কাজটি যখন দর্শক সাদরে গ্রহণ করেন, তখন আমাদেরও ভালো লাগে।’ ‘আই অ্যাম সিঙ্গেল’ নাটকে আরও আছেন নাদিয়া মীম ও সালহা খানম নাদিয়া।