গাজীপুরের শ্রীপুরে বন্যা দিঘিতে বড়শি নিয়ে মাছ ধরেন ৫৫ মাছশিকারি। এ জন্য প্রত্যেককে গুনতে হচ্ছে ১৭ হাজার টাকা। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাছশিকারিরা উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বন্যা দীঘিতে মাছ ধরেন।
জানা গেছে, আট একরের বিশাল এই দিঘিতে প্রতিবছর মাছ শিকারের ব্যবস্থা করে দীঘি-সংশ্লিষ্টরা। এ জন্য সকালে ১৭ হাজার টাকায় টিকিট সংগ্রহ করতে হয় মাছশিকারিদের।
কাপাসিয়া থেকে মাছ ধরতে আসা শাহাদাত হোসেন বলেন, ‘সকাল থেকে এই দীঘিতে মাছ ধরা শুরু হলেও আমি বিকেল থেকে শুরু করি। তবে এই সময়ে যে মাছ ধরতে পেরেছি, তাতে খুশি।’
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুমন মিয়া বলেন, ‘আমরা ১০ জন সদস্য মিলে সরকারের কাছ থেকে এই দীঘি ইজারা নিয়ে মাছের চাষ করেছি। সমবায় সমিতির মাধ্যমে মাছ চাষ করা হয়েছে। নিজেরা আনন্দ পেতে ও অপরকে আনন্দ দিতে টিকিটের মাধ্যমে মাছ ধরার আয়োজন করা হয়েছে।’