Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৩ মাসে ১০০ মোবাইল ফোন ফিরে পেলেন ভুক্তভোগীরা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

৩ মাসে ১০০ মোবাইল ফোন ফিরে পেলেন ভুক্তভোগীরা

হারিয়ে যাওয়া, ছিনতাই হওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাচ্ছেন ভুক্তভোগীরা। গত তিন মাসে প্রায় ১০০টি মোবাইল ফোন ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছে বগুড়ার সারিয়াকান্দির পুলিশ প্রশাসন। এদিকে, নিজের ব্যবহৃত মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি ভুক্তভোগীরাও।

জানা গেছে, হারানো মোবাইল ফোন ফিরে পেতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হয়। ডায়েরিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ব্র্যান্ডের নাম এবং আইএমইআই নম্বর উল্লেখ করতে হয়।

সারিয়াকান্দি থানার সূত্রমতে, ডায়েরি থেকে প্রাপ্ত তথ্যের সিডিআর (কল ডিটেইলস রেকর্ড) জেলা সদর বগুড়ায় পাঠাতে হয়। এরপর হারানো মোবাইল ফোন ফিরে পেতে দু-এক মাস সময় লাগে। গত তিন মাসে এ থানার মাধ্যমে হারিয়ে যাওয়া প্রায় ১০০টির কাছাকাছি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে ভুক্তভোগীদের। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মধ্যে আইফোন, অপো, রেডমি, রিয়েলমি, টেকনো, ওয়ালটন, আইটেল প্রভৃতি ব্র্যান্ডের সেটও রয়েছে। এগুলো রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন বিভাগ থেকে উদ্ধার করা হয়েছে। সারিয়াকান্দি থানায় হারানো মোবাইল ফোন উদ্ধারে কাজ করেন পুলিশ পরিদর্শক তপন ঘোষ।

উপজেলার হাটশেরপুর ইউপির হাসনাপাড়া গ্রামের শাকিল মিয়া বলেন, ‘কয়েক মাস আগে আমার বাড়ি থেকে ওয়ালটন ব্র্যান্ডের একটি দামি মোবাইল ফোন হারিয়ে যায়। এত দিনের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ায় খুবই ভেঙে পড়েছিলাম। সারিয়াকান্দি থানায় জিডি করার তিন মাস পর আমার সেই মোবাইল ফোন ফিরে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। জানতে পেরেছি, এটা নাকি রাজশাহীর বাঘা থানা থেকে উদ্ধার করা হয়েছে।’

সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন ঘোষ বলেন, একটি মোবাইল ফোন উদ্ধারে অনেক ভোগান্তির শিকার হতে হয়। ফলে মোবাইল ফোন উদ্ধারে কিছুটা সময় লাগে। তবে মোবাইল ফোন যদি ইমেইল বা জিমেইল খোলা থাকে আর তার পাসওয়ার্ড জানা থাকে, তাহলে অনেক সময় মোবাইল ফোনটি উদ্ধার করা সহজ হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ