জাতির সুখ, সমৃদ্ধি আর প্রাণঘাতী করোনাভাইরাস থেকে পুরোপুরি মুক্তি চেয়ে রাজশাহীতে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বড়দিন উদ্যাপন করেছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে গতকাল রাজশাহীর সব গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
গতকাল সকাল ৮টায় গানের সুরে সুরে রাজশাহীর সিটি চার্চে বিশেষ প্রার্থনা করা হয়। গত দুই বছরের তুলনায় এবার বড়দিনের আয়োজনে চাকচিক্য কিছুটা বেশি দেখা গেছে।
বিকেলে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিওর আয়োজনে নগরীর নওদাপাড়ায় তাঁর বাসভবনে বড়দিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জেলা প্রশাসক আবদুল জলিল। পরে বিশপ জের্ভাস রোজারিও সিটি মেয়র ও জেলা প্রশাসককে নিয়ে বড়দিনের কেক কাটেন। অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।