Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কবিগানের আসরে মুগ্ধ শ্রোতা

বিরামপুর ও ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

কবিগানের আসরে মুগ্ধ শ্রোতা

দিনাজপুরের বিরামপুরে আয়োজিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগানের আসর। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শুরু হওয়া আসরে আঁধার যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে মানুষের সমাগম।

উপজেলার দৌলতপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই গান শুনতে বিকেল থেকেই আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ জড়ো হতে থাকেন।

‘সাদা সাদা, কালা কালা’ গান দিয়ে শুরু হয় আসর। শামিয়ানার মাঝখানে বাদ্যযন্ত্র বাজান বাদকেরা। আর দুই পাশে ছিল গায়কের দল। চারপাশে ভিড় করেন শত শত লোক। শীতের রাতে কেউ মাটিতে খড় বিছিয়ে বসে, কেউবা দাঁড়িয়ে চাদর মুড়ি দিয়ে উপভোগ করেন গান।

বিরল উপজেলার দিতি রানী সরকার ও তাঁর দল এবং ফুলবাড়ীর সামিনুল ও তাঁর দল কবিগানের আসরে অংশ নেয়।

চণ্ডীপুর থেকে গান শুনতে আসা ইউনিয়ন পরিষদের সদস্য মোজ্জামেল হক বলেন, ‘একসময় গ্রামবাংলার বিনোদনের অন্যতম খোরাক ছিল কবিগান। তাৎক্ষণিক সুরের সঙ্গে কথা বেঁধে মঞ্চে এ গান পরিবেশন করা হয়। পাল্টাপাল্টি যুক্তি-তর্ক আর গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে চলে আসর। এটি বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা।’

আসরের আয়োজক ইনসান বলেন, ‘এত লোকের সমাগম হবে বুঝতে পারিনি। সত্যি ভীষণ অবাক হয়েছি। শ্রোতারা মুগ্ধ হয়ে কবিগান উপভোগ করেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ, আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ