মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর নির্বাচন শেষে নিজের সাঁটানো পোস্টার নিজেই টেনে নামাচ্ছেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এমএ সালাম।
গত সোমবার শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মীর এমএ সালাম পুনঃ: নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার দুই দিনের মাথায় তাঁর ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তায় ও কলোনিতে সাঁটানো পোস্টার নিজেই টেনে নামিয়ে এলাকা পরিষ্কার করছেন। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে সালাম বলেন, ‘নৈতিক দায়িত্ব থেকেই এ পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। কেননা জনগণের দেখভালের দায়িত্ব এখন আমার।’