হোম > ছাপা সংস্করণ

আমার সঙ্গে বারবার কেন এমন হয় সেটাই বুঝতে পারছি না

শিহাব আহমেদ

নতুন বছরের প্রথম মাসেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন সাইমন সাদিক। শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘শেষ বাজি’। বানিয়েছেন মেহেদী হাসান। সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও প্রচার নিয়ে খুশি নন সাইমন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ

আপনার অভিনীত ‘শেষ বাজি’ মুক্তি পাচ্ছে শুক্রবার। সিনেমাটি নিয়ে বলুন। 
একেবারেই ফর্মুলার বাইরে একটি সিনেমা শেষ বাজি। এটি এখন পর্যন্ত আমার একমাত্র সিনেমা, যেখানে কোনো রোমান্টিক গান নেই, মারামারি নেই। গল্পনির্ভর সিনেমা। জুয়ার মতো নেগেটিভ বিষয় পরিবার ও সমাজের জন্য কতটা হুমকিস্বরূপ, সেটাই পরিচালক দেখানোর চেষ্টা করেছেন। 

এতে আপনার চরিত্রটি কী ধরনের?
ট্রেলারে দেখেছেন, সে জুয়া খেলায় বিড করে। নিজে খেলে না, অন্যকে দিয়ে খেলায়। টাকা লগ্নি করে। এর পেছনে কারণ কী, সেটা জানতে হলে শেষ বাজি দেখতে হবে। 

সিনেমার প্রচার নিয়ে আপনি অসন্তোষ প্রকাশ করেছেন। কেন?
যিনি এই সিনেমায় লগ্নি করেছেন, তিনি এখন পর্যন্ত এর প্রচারে কিছুই করেননি। এ নিয়ে খুব হতাশার মধ্যে আছি। ঢাকা শহরেই এখন পর্যন্ত পোস্টারের দেখা পাইনি। সিনেমায় যাঁরা লগ্নি করেন, তাঁরা ব্যবসা করার জন্যই আসেন। কিন্তু মনে রাখতে হবে, সিনেমার ব্যবসাটা শিল্পের। সিনেমায় যে কেউ লগ্নি করতে পারেন। তবে লগ্নিকারকদের আমি প্রযোজক বলতে চাই না। সিনেমা ব্যবসায় আসার আগে নিজেকে অবশ্যই শিল্পমনা হিসেবে তৈরি করতে হবে। প্রযোজক অনেক বড় একটি পদ। সিনেমার ক্যাপ্টেন অব দ্য শিপ হচ্ছেন পরিচালক। সেই ক্যাপ্টেনকে নিয়ন্ত্রণ করেন প্রযোজক। পুরো সিনেমা নিয়ে পরিকল্পনা তাঁকেই করতে হয়। এত ঘটা করে একটি সিনেমা নির্মাণ করা হলো, অথচ দর্শক পর্যন্ত পৌঁছানোর জন্য প্রচারের যে ঘাটতি দেখছি, এটা হতাশাজনক। অদ্ভুত রকম বাজে অনুভূতি। এক মাস ধরে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। যোগাযোগও হয়েছে। নানা পরিকল্পনা করেছি। আমি নিজেও দশ রকমের আইডিয়া দিয়েছি। অথচ পরশু (আগামীকাল) সিনেমা রিলিজ, এখন পর্যন্ত রাস্তায় পোস্টার নেই। প্রচারের জন্য একজন শিল্পী কতখানি হাহাকারে ভোগেন, তার জ্বলন্ত প্রমাণ আমি। 

কয়েক দিন আগে সিনেমার সংবাদ সম্মেলন হয়ে গেল। সেখানে আপনি যাননি কেন? 
আমাকে সংবাদ সম্মেলনের এক দিন আগে জানানো হয়েছে। এমনটা কেন হবে? আমি তো তাঁদের সঙ্গে এক মাস আগে থেকে যোগাযোগ করছি। সংবাদ সম্মেলন নিয়েও আমার সঙ্গে আলাপ হয়েছে। পাঁচ তারকা হোটেলে করতে হবে বিষয়টি এমন নয়। কিন্তু একটু ব্যতিক্রমভাবে করা যেতেই পারে। আমাকে বলা হয়েছিল, সুন্দর একটি জায়গায় ভিন্নভাবে সংবাদ সম্মেলন করা হবে। কিন্তু, হঠাৎ করেই আমাকে আগের দিন রাতে ফোন করে জানানো হয়, আগামীকাল বিকেলে সংবাদ সম্মেলন। এভাবে বললে তো হবে না। আমি হয়তো কমার্শিয়াল নই, তবে প্রফেশনাল। 

আগেও সিনেমার প্রচার নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন। সিনেমা শুরু করার আগে এ বিষয়ে নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে কথা বলে নেওয়া যায় না?
আমার সঙ্গে বারবার কেন এমন হয়, সেটাই বুঝতে পারছি না। এই সিনেমায় সাইন করার সময় আমার প্রথম শর্ত ছিল, প্রচার নিয়ে আলাদা বাজেট থাকতে হবে। প্রযোজক সে সময় আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, প্রচারের জন্য বিশাল বাজেট রাখা হবে। এ নিয়ে কোনো চিন্তা করবেন না। এই হচ্ছে তার নমুনা। 

সেন্সর হওয়ার পর সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশার কথা বলেছিলেন। এখন প্রচার নিয়ে আক্ষেপ। শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণের ব্যাপারে কতটুকু আশাবাদী? 
আমি ভালো একটা কাজ করলাম, কিন্তু দর্শকদের জানাতেই পারলাম না। না জানলে দর্শক কীভাবে যাবেন সিনেমা দেখতে? তবে সিনেমার সবাই খুব ভালো কাজ করেছেন। আমার বিশ্বাস, সিনেমাটি যাঁরা দেখবেন, তাঁদের ভালো লাগবে। 

এই সিনেমার সঙ্গে আরও দুটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। সাধারণত ঈদ ছাড়া সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক হিসেবে এ বিষয়ে আপনার বক্তব্য কী?
‘কাগজের বউ’ সিনেমার জন্য শুভকামনা। যে নিয়মের কথা বলছেন, সেই নিয়ম শিল্পী সমিতির করা কোনো নিয়ম নয়। তাই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। যাঁরা নিয়ম বানিয়েছেন, তাঁরাই ভালো বলতে পারবেন। আমি মনে করি, নিয়মের বাইরে কিছু হওয়া উচিত নয়। নিয়ম ভেঙে কেন আমরা কাজ করব। এমন হলে শিল্পের সঙ্গে জড়িত সবাইকে এক হয়ে কথা বলতে হবে। 

আপনার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেগুলোর খবর কী?
আগামী মাসে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ মুক্তি পাওয়ার কথা। এতে আমার সঙ্গে আছে মাহিয়া মাহি। এ ছাড়া ‘বাহাদুরি’, ‘গ্যাংস্টার’, ‘জলরঙ’, ‘চাদর’, ‘নরসুন্দর’, ‘নদীর বুকে চাঁদ’-এর কাজ শেষ। আশা করছি ধারাবাহিকভাবে এ বছরই সিনেমাগুলো মুক্তি পাবে। 

আপনি এখন ভিন্নধারার সিনেমায় বেশি অভিনয় করছেন। কী কারণ?
অভিনয়টাই আমার পেশা। সময়ের সঙ্গে দর্শকের চাহিদা অনুযায়ী গল্পের পরিবর্তন হচ্ছে। শিল্পী হিসেবে এই পরিবর্তনের সঙ্গে আমাকে খাপ খাইয়ে নিতে হবে। ভিন্নধারার সিনেমায় যুক্ত হওয়ার পেছনে এটাই কারণ। 

সিনেমার অনেকে ওটিটিতে কাজ করছেন। আপনি কবে করবেন?
আমিও ওটিটিতে কাজ করতে চাই। বিনোদনের এই নতুন মাধ্যমে এখন ভালো ভালো কাজ হচ্ছে। এ বছরই হয়তো দর্শক আমাকে ওটিটিতে দেখতে পারবেন। 

সামনে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন করবেন?
আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। ঘোষণার পরেও তিন মাস সময় থাকে। তখন সিদ্ধান্ত নেব। এ বিষয়ে এখনো কিছু ভাবিনি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন