হোম > ছাপা সংস্করণ

ইদ্রিস এলবা ও জন সিনার সঙ্গে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

বলিউডের পাট চুকিয়ে কয়েক বছর ধরে হলিউডে থিতু হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক কাজ করে হলিউডে নিজের অবস্থান শক্ত করছেন দেশি গার্লখ্যাত এ অভিনেত্রী। এবার ইদ্রিস এলবা ও জন সিনার সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। নতুন সিনেমার খবরটি নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।  

জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন ইলিয়া নাইশুলার। হ্যারিসন কোয়েরির একটি গল্পের ওপর ভিত্তি করে চিত্রনাট্য লিখেছেন যশ অ্যাপেলবাম ও আন্দ্রে নেমেক। প্রযোজনায় রয়েছেন সাফরান কোম্পানির পিটার সাফরান ও জন রিকার্ড। আগামী মে মাস থেকে শুরু হবে সিনেমার শুটিং।

এদিকে ২৮ এপ্রিল আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’। দুটি পর্ব থাকবে এখানে। এরপর আগামী ২৬ মে থেকে প্রতি শুক্রবার একটি করে নতুন পর্ব দেখা যাবে। ছয় পর্বের এ সিরিজটি ইতালিয়ান ও ভারতীয় সংস্করণও আসবে প্রাইম ভিডিওতে। এতে এক গুপ্তচরের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের। হলিউডের রুশো ব্রাদার্স প্রযোজিত সিরিজটির গল্প দুই সিক্রেট এজেন্ট কেন (রিচার্ড ম্যাডেন) ও নাদিয়াকে (প্রিয়াঙ্কা) ঘিরে। তাঁরা সিটাডেল নামে একটি আন্তর্জাতিক গুপ্তচর সংস্থার অধীনে কাজ করে।

এই মুহূর্তে ‘সিটাডেলে’র প্রচারে ব্যস্ত প্রিয়াঙ্কা। সেই প্রচারের ফাঁকেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, এ ওয়েব সিরিজে অভিনয় করে ২২ বছরের ক্যারিয়ারে প্রথমবার নায়কের সমান পারিশ্রমিক পেয়েছেন তিনি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন