Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ১১ জেলের সন্ধান মেলেনি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ১১ জেলের সন্ধান মেলেনি

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১১ জেলের সন্ধান মেলেনি। গত মঙ্গলবার সকালে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন এসব জেলে। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ জেলেদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ও জাহাজমারা ইউনিয়নে।

বুধবার সকালে হাতিয়ার জাহাজমারা আমতলী গ্রামে গিয়ে দেখা যায়, নিখোঁজ জেলে সোহেলের বাড়িতে মাতম চলেছে। আত্মীয়স্বজন এসে সান্ত্বনা দিচ্ছেন সোহেলের পরিবারের সদস্যদের। সোহেল আমতলী গ্রামের এনায়েত মাঝির ছেলে।

সোহেলের ভাই মো. রাসেল জানান, জীবিত উদ্ধার হওয়া চারজনের মধ্যে একজন ট্রলারের মাঝি মো. শামীম (৪৫)। তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছে। শামীম তাঁকে জানান, ট্রলারটি ঝড়ে উল্টে যায়। এতে তিনিসহ চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে অন্যদের সবাই কেবিনের মধ্যে থাকায় বেঁচে থাকার সম্ভাবনা নেই। সাগর উত্তাল থাকায় সেখানে কোনো ট্রলারও যেতে পারছে না।

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলী গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, গত মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালী জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুরে নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেরা মঙ্গলবার বিকেলে মোবাইলে এ কথা জানান তাঁকে। তবে সাগর উত্তাল থাকায় নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হলে উদ্ধার অভিযান চালানো হবে। ইতিমধ্যে কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, এমভি নিশান নামের ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে এক সপ্তাহ আগে ১৫ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়।

হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম বিল্লাহ জানান, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১১ জেলের মধ্যে ৩ জনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে, অন্য আটজনের বাড়ি একই উপজেলার হরনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ