Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গত বুধবার রাতে ইউনিয়নের ভাজনকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

ইমাম–উলের ইসলামের অভিযোগ, হামলাকারীরা তাঁর ঘরে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ ঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছেন। পাশাপাশি টাকা ও অলঙ্কার লুটপাট করা হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে নৌকার চেয়ারম্যান প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর সমর্থকেরা আনারস প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলা চালান।

ইমাম-উল ইসলাম বলেন, ‘হামলাকারীরা নৌকার স্লোগান দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছেন। পাশাপাশি স্বর্ণালংকারসহ টাকা লুটপাট করে নিয়েছেন।

এ বিষয়ে খোন্দকার জাকির হোসেন নিলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ‘ঘটনার সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ