মো. মাসুম, টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বাজারের পানি অপসারণের জন্য গত বছর নালার কাজ শুরু হয়। সম্পূর্ণ কাজ শেষ না করেই কাজ বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
গত সোমবার উপজেলার বালিগাঁও-কলমা সড়কে গিয়ে দেখা যায়, ১ হাজার মিটার দৈর্ঘ্যের একটি নালার ৯০০ মিটার কাজ শেষ হয়েছে। বাকি কাজ না হওয়ায় আবর্জনায় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, রাস্তার পাশে আবর্জনার দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটা কষ্টকর হয়ে পড়েছে। এখানে চায়ের দোকান, মুদিদোকানসহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। মানুষকে যেখানে দাঁড়িয়ে থেকে কেনাকাটা করতে হয়। কিন্তু দুর্গন্ধের কারণে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। একটু বৃষ্টি হলে তো নালার নোংরা পানিতে রাস্তা একাকার হয়ে যায়।
নালার সামনে চায়ের দোকানদার মনির হোসেন বলেন, ‘নালার কাজ বন্ধ থাকায় আবর্জনার গন্ধে দোকানে বসতে পারি না। পেটের দায়ে দোকান খুলে বসে থাকতে হয়। একটু বৃষ্টি হলে ময়লায় একাকার হয়ে যায়। হঠাৎ বাতাস এলে যেন দুর্গন্ধ পেটের মধ্যে ঢুকে গেল। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাব জানি না।’
এ নালার পানি পচে দুর্গন্ধ হয়ে মারাত্মকভাবে পরিবেশদূষণ ঘটছে। দুর্গন্ধযুক্ত পানিতে বিস্তার ঘটছে মশা-মাছিসহ নানা ধরনের রোগজীবাণুর। ফলে চর্মরোগসহ নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যক্তিরা।
ঠিকাদার মিজান বলেন, ‘১ হাজার মিটার নালার মধ্যে আমরা ৯০০ মিটার কাজ সম্পন্ন করতে পেরেছি। বাকি রয়েছে ১০০ মিটার। গত বছর ২১ মার্চ এই নালার কাজ শুরু হয়। ৩ মাস কাজ করার পরে ঠিকমতো আর কাজ করতে পারিনি। দেয়াল ভেঙে না দেওয়ার কারণে আমি নালার কাজ করতে পারছি না। এ নিয়ে আমি উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, জায়গা পরিষ্কার করার ব্যবস্থা করবে। জায়গা খালি করে দিলে দুই সপ্তাহের মধ্যে বাকি কাজ সমাপ্ত করতে পারব।’
উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, নালার কাজ ৯০ শতাংশ শেষ হয়ে গেছে। কিছু জায়গা স্থানীয় ব্যক্তিদের দখলে রয়েছে, যে কারণে কাজ শেষ করতে কিছুটা দেরি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সেখানে গিয়ে ম্যাপ দেখে সমাধান করা হবে।