বিনোদন প্রতিবেদক, ঢাকা
ক্যারিয়ারের শুরুতে উপস্থাপক হিসেবেই পরিচিত ছিলেন নুসরাত ফারিয়া। ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর উপস্থাপনা থেকে দূরে সরে যান এই তারকা। তবে এখনো সুযোগ পেলে উপস্থাপনা করতে পছন্দ করেন তিনি। এবার ঈদে আনন্দমেলা উপস্থাপনা করতে দেখা যাবে ফারিয়াকে।
এবার আনন্দমেলা সেজেছে ভিন্ন আঙ্গিকে। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে ঈদের আনন্দমেলা। নুসরাত ফারিয়ার উপস্থাপনায় প্রথমবার আনন্দমেলায় গান শোনাবেন জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ শিরোনামের গানটিতে রুনা লায়লার সঙ্গে গাইবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কনা, ঝিলিক ও সাব্বির। গানটি লিখেছেন আনজির লিটন, সুর করেছেন আশরাফ বাবু।
এ ছাড়া থাকছে শত বাউলের অংশগ্রহণে ৩টি বাউল গানের কোলাজ নিয়ে পরিবেশনা। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান। পুতুলনাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা। যেখানে ৭ জন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাঁদের দুজন করে শিষ্য। জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান। নাট্যাংশে অংশ নেবেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের পরিবেশনায় ব্যান্ডসংগীত।