হোম > ছাপা সংস্করণ

কাপড়ের আলমারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোজ নিয়ম করে ঘর ঝাড়ামোছা ও গোছগাছ তো করাই হয়। কিন্তু করি করি করেও যা করা হয় না তা হলো, জামাকাপড় রাখার আলমারি বা কাভার্ড গোছানো। রোজ কাপড় বের করার সময় বা কাপড় ভাঁজ করে রাখার সময় ভাবেন গোছাবেন, কিন্তু আর হচ্ছে না। এবার একটা বড় নিশ্বাস নিন। চলুন, পরিচ্ছন্নতার কাজে নেমে পড়া যাক।

কাপড়ের আলমারি বা কাভার্ড গোছানোর সময় প্রথমে কাপড় আলাদা করুন। ঘরে পরা ও বাইরে পরার কাপড় আলাদা করুন। এবার যে কাপড়গুলো সচরাচর পরা হয় না, সেগুলো একপাশে জমা করুন। এমন যদি হয়, কাপড়গুলোর আর প্রয়োজনও নেই, সে ক্ষেত্রে একটা ব্যাগে ভরে রাখতে পারেন। পরিধানযোগ্য পুরোনো কাপড় দিয়ে দিতে পারেন। আলমারি ভালোভাবে মুছে কিছুক্ষণ দরজা খোলা রাখুন। এই ফাঁকে কাপড় ভাঁজ করতে থাকুন। জ্যাকেট, পাঞ্জাবি ও শাড়ি হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। এখন যেহেতু শীতকাল, তাই শর্টস, পাতলা সুতির কাপড়সহ গরমকালের উপযোগী পোশাক রাখুন একেবারে পেছনের দিকে। অন্যদিকে শীতকালের পরিধেয়গুলো রাখুন হাতের কাছে।

ছোট ছোট জিনিস, যেমন হাতমোজা, মোজা, টুপি, মাফলার এগুলো একটা ঝুড়িতে সাজিয়ে রেখে দিতে পারেন আলমারির ভেতর। মনে রাখা জরুরি, ময়লা বা কাপড় না ধুয়ে আলমারিতে রাখা ঠিক নয়। এতে অন্য কাপড়ের তাজা ভাব নষ্ট হয়।

আলমারিতে যদি মেকআপ বা অন্যান্য প্রসাধনী রাখা থাকে, তাহলে সেগুলো বের করে নতুন করে গুছিয়ে নিন। মেয়াদোত্তীর্ণ মেকআপ বা প্রসাধনী থাকলে তা ফেলে দিন। তা ছাড়া রোজকার ব্যবহার্য প্রসাধনী সামনের সারিতে ও অপেক্ষাকৃত কম ব্যবহার করা প্রসাধনী পেছনের সারিতে রাখুন।

দীর্ঘদিন আলমারি পরিষ্কার না করলে কাপড়ে একধরনের গন্ধ হয়। সে কারণে আলমারির দরজা মাঝে মাঝে খুলে সামনে টেবিল ফ্যান চালিয়ে রাখুন। হালকা সুগন্ধিও ছড়িয়ে দিতে পারেন আলমারির ভেতর। কাপড় তাজা থাকবে।

সূত্র: দ্য স্প্রাউস

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন