টাঙ্গাইলে দেহগড়ি শরীরচর্চা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। ‘সুস্থ দেহ সবল মন, গড়ে তুলি উন্নত জীবন; আসুন ব্যায়াম করি, সুস্থ থাকি’ এ স্লোগানে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
গতকাল শনিবার দিনটি উপলক্ষে ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়। খেলা শেষে সেরা খেলোয়াড় ও বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।
সকালে শহরের ঈদগা মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশ নেয় পদ্মা ও যমুনা নামে দুটি দল। খেলায় যমুনা দল বিজয় লাভ করে। খেলাটি পরিচালনা করেন দেহগড়ির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস। খেলার উদ্বোধন করেন শতায়ু অঙ্গন ক্লাব ও জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল।
দেহগড়ি শরীরচর্চা ক্লাবের সভাপতি তপন ভট্টাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শতায়ু অঙ্গনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শওকত আলী, অনিক রহমান বুলবুল, মো. রাশেদ খান মেনন, শিক্ষক জলি সুলতানা, শুভ সকালের সভাপতি আব্দুল হালিম, সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রমুখ।