হোম > ছাপা সংস্করণ

গোয়েন্দা গল্পের সিনেমায় মিথিলা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

পশ্চিমবঙ্গে ব্যস্ততা বেড়ে চলেছে রাফিয়াত রশিদ মিথিলার। ওটিটি কিংবা সিনেমা—একের পর এক নতুন কাজের খবর আসছে তাঁর।

এবার মিথিলা যুক্ত হলেন কলকাতার গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে। ফেলুদা, ব্যোমকেশ কিংবা একেনবাবু নয়, মিথিলাকে দেখা যাবে পর্দার নতুন গোয়েন্দার সঙ্গে। নাম অরণ্য চ্যাটার্জি। যিনি পেশাদার কোনো গোয়েন্দা নন। ডাক্তারি পেশার সঙ্গে ক্রিকেট মাঠেও দাপিয়ে বেড়ান। ঘটনাচক্রে জড়িয়ে পড়েন গোয়েন্দাগিরিতে। নাম ভূমিকায় অভিনয় করবেন জিতু কমল। তাঁর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের মিথিলা ও পশ্চিমবঙ্গের গায়ক শিলাজিৎ মজুমদারকে। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমায় এ তিনজনের লুক। সেখানে মিথিলাকে দেখা গেছে নার্সের ভূমিকায়।

‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামের সিনেমাটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের ক্রীড়া সাংবাদিক দুলাল দে। এটি তাঁর প্রথম সিনেমা। মুক্তির আগে অরণ্যকে নিয়ে লেখা গল্পগুলো বই আকারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন নির্মাতা। পর্দার অন্য গোয়েন্দাদের মতো অরণ্যও একাধিক কেস সমাধান করবেন।

নতুন গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমার গল্পে দেখা যাবে অরণ্যর জামাইবাবু একজন সিআইডি অফিসার। হঠাৎ একদিন এক চিকিৎসকের মৃত্যুর খবর আসে। সেই ঘটনাকে কেন্দ্র করে জামাইবাবুর সঙ্গে তদন্তে জড়িয়ে পড়েন অরণ্য। সেখানেই দেখা মেলে মিথিলার। অরণ্যর জামাইবাবু সুদর্শন হালদারের চরিত্রে থাকছেন গায়ক শিলাজিৎ মজুমদার। অরণ্যর এসব ঘটনার বিবরণী লিপিবদ্ধ করবেন সুদর্শন হালদার।

পরিচালক দুলাল দে বলেন, ‘আমার সিনেমার নায়ক অন্য গোয়েন্দাদের থেকে একেবারে আলাদা। এটা আমার প্রথম সিনেমা হলেও অনেক দিনের পরিকল্পনা থেকেই সিনেমা নির্মাণ করতে এসেছি। কয়েক বছর ধরে সিনেমা ও সিরিজের চিত্রনাট্য লিখেছি। আশা করি পর্দার নতুন গোয়েন্দাকে দর্শকের ভালো লাগবে।’

নার্স চরিত্রে মিথিলাকে পছন্দ করার কারণ হিসেবে নির্মাতা জানান, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে এ চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’ দেড় বছর আগেই সিনেমাটি নিয়ে মিথিলার সঙ্গে কথা বলেছিলেন বলে জানান দুলাল দে।

দুই মাস আগে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে মিথিলার ‘মায়া’ সিনেমাটি। রাজর্ষী দের পরিচালনায় এতে মিথিলার অভিনয় প্রশংসিত হয়েছে। অরণ্যর প্রাচীন প্রবাদ ছাড়া টালিউডে মিথিলার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’, অর্ণব মিদ্যার ‘মেঘলা’ ও অরুনাভ খাসনবিশের অ্যান্থলজি ফিল্ম ‘নীতিশাস্ত্র’। এ ছাড়া দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে ‘জলে জ্বলে তারা’। সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন