গজারিয়ায় ডিজি হেলথ থেকে রেজিস্ট্রেশন ও ডাক্তার পদবি ব্যবহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার চতুর্থ দিনের মতো উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ করেন ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা।
সম্প্রতি ইউনানি ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতেই এক দফা দুই দাবি জানায় বাংলাদেশ ইউনানি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের গজারিয়া শাখার ছাত্র অধিকার সংগঠন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের স্বাস্থ্য মহাপরিচালক থেকে নিবন্ধন দেওয়া হয়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়া হামদর্দ বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের নিবন্ধন দেওয়া হয় না। এতে চাকরি লাভের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন তাঁরা।
একই সঙ্গে ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের ডাক্তার পদবি ব্যবহারের ঘোষণা থাকলেও তাঁরা তা ব্যবহার করতে পারছেন না। এ অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য তাঁদের এক দফা দুই দাবি মেনে স্বাস্থ্য মহাপরিচালক থেকে নিবন্ধনের পাশাপাশি ডাক্তার পদবি ব্যবহার করা অনুমতি দিতে হবে।