Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাইকগাছায় ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ

খুলনার পাইকগাছায় ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানাতে আসার সময় একটি মিছিলে বাধা দেয় পদবঞ্চিতরা। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পদবঞ্চিতদের মারধরে চারজন আহত হয়েছেন। ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-জয়, সানি, পারভেজ ও শাহিন। আহতদের পাইকগাছা হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে শাহিনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নতুন কমিটির উপজেলা যুগ্ম সম্পাদক আবু নাইম বলেন, ‘আমরা ২০-৩০ জন চাঁদখালী ইউনিয়ন পরিষদ থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাতে মোটরসাইকেলে করে কপিলমুনির কাশিমনগর যাওয়ার পথে পৌর সদরের জিরো পয়েন্ট পৌঁছালে তারা আমাদের যেতে বাঁধা দেয়। একপর্যায়ে আমাদের অতর্কিত মারধর করতে শুরু করে। অন্যরা পালিয়ে গেলেও আমার সঙ্গে ছাত্রলীগ কর্মী পারভেজ, জয়, সানিকে পিটিয়ে আহত করে।

এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী, সম্পাদক ফাইমিন সরদার ও পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয় অভিষেক অনুষ্ঠানে যোগদানের জন্য খুলনা থেকে পাইকগাছা সীমান্তে আসলে নেতা–কর্মীরা তাদের অভিনন্দন জানায়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ প্রহরায় পৌর সদরে দলীয় কার্যালয়ে আসেন তাঁরা।

এ সময় পদবঞ্চিতরা মিছিল সহকারে দলীয় কার্যালয় আসার চেষ্টা করলে পুলিশের বাঁধায় তারা এগোতে পারেনি। পরে দলীয় কার্যালয় নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমিরণ কুমার সাধু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যারা নেতা-কর্মীদের মারধর করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক (ওসি ভারপ্রাপ্ত) অভিজিত জানান, ছাত্রলীগের পদবঞ্চিতরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে আসছিল আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় সেটি বন্ধ করে দিয়েছি।

এদিকে পাইকগাছায় প্রকাশ করা উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কমিটি থেকে পদবঞ্চিতরা। এ উপলক্ষে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাইকগাছা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ