সিলেট জেলার শ্রেষ্ঠ সফল জননী হিসেবে জয়িতা সম্মাননা ‘বেগম রোকেয়া পদক-২০২১’ পেয়েছেন বিশ্বনাথ উপজেলার মোছা. সালেহা বেগম। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের কাছ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিলেট ও মহিলা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মোছা. সালেহা বেগম বিশ্বনাথ উপজেলার বেতসান্দি গ্রামের মো. ময়না মিয়ার স্ত্রী। বর্তমানে তাঁরা সিলেট নগরীর ৪ মিতালী রায়নগর রাজবাড়ির বাসিন্দা।
সফল জননী সালেহা বেগমের ৬ সন্তানের ৪ জন ছেলে ও ২ জন মেয়ে। বড় ছেলে চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম (জহির অচিনপুরী) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত, দ্বিতীয় ছেলে মোহাম্ম্দ ওয়ারিসুল ইসলাম সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, তৃতীয় ছেলে মো. সিরাজুল ইসলাম শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজার, চতুর্থ ছেলে ডা. মো. নজরুল ইসলাম এমআরসিপি পাস করে যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত। দুই মেয়ের মধ্যে সাজিয়া সুলতানা শিক্ষক ও রাজিয়া সুলতানা শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা।