‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ প্রতিপাদ্য নিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। গতকাল রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
শিবচর (মাদারীপুর) : শিবচরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। ইউএনও মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) : গতকাল ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ভেদরগঞ্জে আলোচনা সভা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ।