Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কুষ্টিয়ায় পাঠ্যবই জিম্মি করে টাকা আদায়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পাঠ্যবই জিম্মি করে টাকা আদায়

সরকারের দেওয়া বিনা মূল্যের পাঠ্যবই জিম্মি করে রসিদ বইয়ের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদিপুর আলিম মাদ্রাসা ও সাদিপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরই মধ্যে এই প্রতিবেদকের হাতে টাকা লেনদেনের কয়েকটি রসিদের পাতা এসেছে। 

জানা গেছে, উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সাদিপুর আলিম মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে আলিম পর্যন্ত ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে নবম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের নামে রসিদের মাধ্যমে ১৮০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। আর সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ২৩৫ জন। তাদের কাছ থেকে নেওয়া হয়েছে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। তবে মাধ্যমিকের শিক্ষার্থীদের রসিদ দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। 

তবে অভিযোগ অস্বীকার করে সাদিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম বলেন, সেশন ফি ও জানুয়ারি মাসের টাকা অগ্রিম নিয়ে বই বিতরণ করা হয়েছে। অনেকে টাকা ছাড়াও বই পেয়েছে। সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন বলেন, বইয়ের জন্য নয়, বেতন, সেশন ফি ও বিদ্যুৎ বিল বাবদ ১০০-২০০ টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, ‘টাকা দিয়ে বই দেওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখবেন তিনি।’ কুমারখালী উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হক বলেন, বিনা মূল্যের পাঠ্যবই জিম্মি করে কোনো বেতন, সেশন, বিদ্যুৎ বিল নেওয়া যাবে না। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ