সদর দক্ষিণ প্রতিনিধি
সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকা থেকে মাইন উদ্দিন নামের এক যুবককে এক হাজারটি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ এ অভিযান চালায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গত বুধবার আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।