শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব পরীক্ষা পিছিয়েছে। এ ছাড়া পরবর্তী পরীক্ষা আসন্ন কোরবানি ঈদের পর পুনরায় শুরু করার জন্য সব বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বুধবার রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাসমূহ ফের স্থগিত থাকবে।