শিল্পপতি গৌতম আদানি নিয়ে চলতি বিতর্কে বিরোধীদের বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ তুলে পাল্টা সুর চড়াচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণকালেও এদিন হই-হট্টগোল অব্যাহত ছিল জাতীয় সংসদে। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী গত মঙ্গলবার জাতীয় সংসদে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আদানি-কাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন। তাঁর সাফ কথা, মোদির জন্যই আদানিদের এই উত্থান।
বিতর্কিত শিল্পপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক ঘিরে সরাসরি অভিযোগ করায় রাহুলের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন আইনমন্ত্রী তথা বিজেপি নেতা কিরন রিজেজু। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ছাড়া কোনো অভিযোগ তোলা যায় না। সংসদের অবমাননা করার অভিযোগও তুলেছেন তিনি।
গতকাল বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, রাহুল স্বাধিকার ভঙ্গ করেছেন। তাই জাতীয় সংসদ থেকে তাঁর সদস্য পদ বাতিলের দাবি তোলেন তিনি।