সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে কীটনাশক পানে দুটি শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, শিমুলতাইর গ্রামের ইজিবাইক চালক সুমন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৩) ও প্রতিবেশী মুজা মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৩) বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক ফাঁকে তারা মুজা মিয়ার ঘরে ঢুকে পানিভেবে কীটনাশক পান করে।
পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।